ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সাইফ আলিকে ছুরিকাঘাত: আটক ৩, বাড়ির পরিচারিকাকে জেরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:২৭, ১৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বান্দ্রার এক বিলাসবহুল ভবনের ১২ তলায় থাকেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সেখানেই তার উপর বুধবার রাতে হামলা চালায় দুষ্কৃতকারিরা। কী ভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে তারা বাড়ির ভেতর ঢুকলো তা তদন্ত করছে মুম্বাই পুলিশ।

ইতিমধ্যেই এই ঘটনায় মুম্বাই পুলিশ সাইফ-কারিনার বাড়ির কয়েকজন পরিচারককে আটক করেছে। মূলত, বাড়ির মেঝে পরিচর্যা করেন এরা।

‘এনডিটিভি’র রিপোর্টে বলা হয়েছে, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সাইফ আলি খানের বাড়ির পরিচারিকা ওই অভিযুক্তকে চিনতেন।

পরিচারিকার সাহায্যেই কি বাড়িতে ঢুকেছিল ওই অভিযুক্ত? এমনই নানান প্রশ্নের উত্তর খুঁজতে ওই পরিচারিকাকে জেরা শুরু করেছে মুম্বই পুলিশ। 

সাইফ আলি খানের বাড়ির ভিতরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাতে দেখা গেছে, ঘটনার ২ ঘণ্টা আগেও সেই জায়গা দিয়ে কাউকে ঢুকতে দেখা যায়নি। তাহলে কি তারও বহু আগে ওই হামলাকারী অভিনেতার বাড়িতে ঢুকে বসেছিল? 

এর আগে আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। তাদের মধ্যে ছিলেন বাড়ির এক পরিচারক, লিফ্‌টম্যান ও একজন নিরাপত্তারক্ষী। 

লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সাইফকে। সেখানে আড়াই ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। শেষ হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও।

জানা গেছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। 

লীলাবতী হাসপাতাল থেকে জানানো হয়, অভিনেতার শরীরে ছটি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে সাইফের পরিবারের বাকিরা ঠিক আছেন বলে জানানো হয়েছে কারিনার সহযোগী দলের পক্ষ থেকে।

পুলিশ জানিয়েছে, অভিনেতা ও অনুপ্রবেশকারীর মধ্যে হাতাহাতি হয়। এসময় ছুরি দিয়ে সাইফ আলি খানকে বেশ কয়েকটি আঘাত করে ওই দুষ্কৃতকারি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি